ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘২৫ রমজানের আগে শ্রমিকদের বেতন দেওয়ার দাবি’

‘২৫ রমজানের আগে শ্রমিকদের বেতন দেওয়ার দাবি’

আগামী ২৫ রমজানের ভেতর সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান শ্রমিক নেতারা। সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশা শ্রমিক সংঘের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তাছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের আগে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। এ সময় তারা ৭ দফা দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত