বঙ্গবন্ধু-ইয়াহিয়ার দ্বিতীয় বৈঠক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ মার্চের ১৭তম দিন। ১৯৭১ সালের এ দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকাল ১০টায় শুরু হয়ে বৈঠকটি চলে টানা ১ ঘণ্টা। এ বৈঠকেও আগের দিনের মতো তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। অর্থাৎ, দ্বিতীয় দিনের বৈঠকও ছিল ওয়ান টু ওয়ান। বৈঠক শেষে প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে আগের দিনের মতোই সাংবাদিক ও আলোকচিত্রীরা বঙ্গবন্ধুকে ঘিরে ধরেন। তারা বঙ্গবন্ধুর কাছে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, আলোচনা অব্যাহত রয়েছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই। আলোচনা আরো হতে পারে। তবে বৈঠকের সময় এখনও ঠিক হয়নি। আরো হতে পারে, আগামীকালও হতে পারে। আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি নিরুত্তর থাকেন এবং নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। সাংবাদিকরাও তাকে অনুসরণ করে বঙ্গবন্ধুর বাসভবনে হাজির হন। সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা চলছে। এদিন ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে প্রায় ৭৫ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ন্যাপ নেতা জানান, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা সম্পর্কে এবং শাসনতান্ত্রিক সংকট নিরসনে শেখ মুজিবের চার দফা মেনে নেওয়ার জন্য তিনি প্রেসিডেন্টকে তার এবং দলের মত জানিয়েছেন।