ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মতিঝিল-কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপন কাজ শুরু

মতিঝিল-কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপন কাজ শুরু

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর মতিঝিল থেকে কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

গতকাল দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এমএএন ছিদ্দিক বলেন, আমরা গত ২৩ মার্চ থেকে ভায়াডাক্ট সংযোজন শুরু করেছি। আপনারা মতিঝিল অংশে যদি যান তাহলে দেখতে পারবেন, ভায়াডাক্ট আস্তে আস্তে মতিঝিল স্টেশন পার হয়ে কমলাপুরের দিকে যাওয়া শুরু করেছে। এরইমধ্যে আমরা তিনটি ভায়াডাক্টের সংযোজন সম্পন্ন করেছি। এখন এই সংযোজন কার্যক্রমটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। আমরা প্রত্যাশা করছি, ২০২৫ সালের জুনের মধ্যে এই অংশে মেট্রোরেল চলাচল শুরু করতে পারব। ডিএমটিসিএলের এমডি বলেন, রমজানের আগে প্রতিদিন ২ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ ৯৫ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করত। কিন্তু রমজানে যাত্রী যাতায়াত কমে গেছে। এখন ২ লাখ ৪৬ হাজারের মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে। যখন ৩ লাখ যাত্রী যাতায়ত করে, তখন দেড় কোটি টাকার মতো আয় হয়। কিন্তু এখানে এমআরটি পাসের যাত্রীদের অর্থ জমা থাকার একটি বিষয় আছে। যে কারণে আমরা এটি ভেরিফাইডভাবে প্রকাশ করি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত