ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জলদস্যুর কবলে এমভি আব্দুল্লাহ

১৯ দিনেও নাবিকদের উদ্ধারে নেই তেমন কোনো অগ্রগতি

কেবিনে থাকতে পারছেন নাবিকরা.
১৯ দিনেও নাবিকদের উদ্ধারে নেই তেমন কোনো অগ্রগতি

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’র জিম্মি হওয়ার ১৯ দিন পার হয়েছে। এখনো উদ্ধারের তেমন কোনো অগ্রগতি নেই। তবে জিম্মি নাবিকদের সঙ্গে পরিবারের সদস্যরা মাঝেমধ্যে যোগাযোগ করতে পারছে। তাদের দেওয়া তথ্যমতে, নাবিকরা এখনো পর্যন্ত সুস্থ আছে। নানা নাটকীয়তার পর সম্প্রতি জানা যায়, আবারও এমভি আবদুল্লাহর নাবিকদের কেবিনে থাকতে দিচ্ছে সোমালিয়ান জলদস্যুরা। গত বুধবার সকাল থেকে নাবিকরা নিজ নিজ কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছেন। এর আগে সম্ভাব্য হামলা ঠেকাতে নাবিকদের জাহাজের ব্রিজের ওপর এক জায়গায় জড়ো করে রাখা হয়েছিল। এদিকে গত ২০ মার্চ থেকে জলদস্যুরা এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। রমজানের ঈদের আগেই নাবিক ও জাহাজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে মালিকপক্ষ থেকে জানিয়েছিল। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপ। গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, নাবিকদের সবাইকে জাহাজের ব্রিজের ওপর নিয়ে আসা হয়েছিল। কিন্তু গত বুধবার (২৭ মার্চ) থেকে তাদের আবারও কেবিনে যাওয়ার অনুমতি দিয়েছে। ফলে বর্তমানে নাবিকরা কেবিনে রয়েছেন। জাহাজের বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। তবে সেখানে তারা রেশনিং করে পানি ব্যবহার করছেন বলে আমরা জানতে পেরেছি। প্রসঙ্গত, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত ১২ মার্চ বেলা দেড়টার দিকে জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ নিয়ে দ্বিতীয়বার কোনো বাংলাদেশি জাহাজ জলদস্যুদের অপহরণের শিকার হলো। এর আগে ২০১০ সালে একই কোম্পানির এমভি জাহানমণি জাহাজটি সোমালিয়ার জলসদ্যুরা ছিনতাই করেছিল। ওই সময় জাহাজে ২৫ ক্রু এবং ক্যাপ্টেনের স্ত্রীসহ মোট ২৬ ব্যক্তি ছিলেন। মুক্তিপণ দিয়ে ১০০ দিন পর জাহাজসহ তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এমভি আবদুল্লাহ জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করা রয়েছে। সোমালিয়ার উপকূলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে গত ১২ মার্চ থেকে জিম্মি করে রেখেছে জলদস্যুরা। কয়েক দিন ধরে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউর নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর অভিযানের খবরে দস্যুরা জাহাজের ব্রিজের ওপর নিয়ে আসে নাবিকদের। বাইরের যেকোনো আক্রমণকে ঠেকানোর জন্য নাবিকদের ঢাল হিসেবে ব্যবহারের এ কৌশল নিয়েছিল জলদস্যুরা। এ নিয়ে নানা নাটকীয় ঘটনা ঘটেছে ওই জাহাজে। সম্প্রতি নাবিকদের ভুল পদক্ষেপ কারণে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে এমন খবরও প্রচার হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত