ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মু’মিন হওয়ার ত্রিশটি গুণ

মু’মিন হওয়ার ত্রিশটি গুণ

সমগ্র ইসলাম ত্রিশটি অংশে সীমাবদ্ধ। তন্মধ্যে দশটি সূরা বাকারায়, দশটি সূরা আহযাবে এবং দশটি সূরা মু’মিনূনে বর্ণিত হয়েছে। মুসলমানদের জন্য যেসব জ্ঞান ও কর্মগত ও নৈতিক গুণ অর্জন করা দরকার, তার সবই এ তিনটি সূরার কয়েকটি আয়াতে সন্নিবেশিত হয়েছে-

সুরা তাওবায় উল্লিখিত দশটি গুণ

সুরা তাওবায় মু’মিনদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে মুসলমানের দশটি বিশেষ লক্ষণ ও গুণ এভাবে বর্ণিত হয়েছে :

‘তারা হলেন তাওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজাদার, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদানকারী, অসৎ কাজে বাধা-দানকারী, আল্লাহর নির্ধারিত সীমার হেফাজতকারী; এহেন ঈমানদারদের সুসংবাদ শুনিয়ে দিন।’

-(সূরা তাওবা : আয়াত -১১২)

সুরা মু’মিনুনে উল্লিখিত দশটি গুণ

‘নিশ্চিতরূপেই ঐসব মুসলমান কৃতকার্য, যারা নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করে, যারা অনর্থক বিষয় থেকে দূরে সরে থাকে, যারা নিয়মিত যাকাত প্রদান করে, যারা স্বীয় লজ্জাস্থানের হেফাজত করে; তবে আপন স্ত্রী ও যাদের উপর বিধিসম্মত অধিকার রয়েছে তাদের ব্যতীত। কারণ, এ ব্যাপারে তাদের অভিযুক্ত করা হবে না। যারা এদের ছাড়া অন্যকে তালাশ করে তারাই সীমালঙ্ঘনকারী, যারা স্বীয় আমানত ও অঙ্গীকারের প্রতি লক্ষ্য রাখে, যারা নামাজসমূহের প্রতি যত্নবান রয়েছে অর্থাৎ নামাজকে হেফাজত করে, এমন লোকেরাই উত্তরাধিকারী হবে। তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা অনন্তকাল বাস করবে।’

-(সুরা মু’মিনুন, আয়াত ১-৯)

সুরা আহযাবে উল্লিখিত দশটি গুণ

‘নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, আনুগত্যকারী পুরুষ ও আনুগত্যকারী নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয় অবলম্বনকারী পুরুষ ও বিনয় অবলম্বনকারীনী নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারিনী নারী, তাদের সবার জন্য আল্লাহ তা’আলা মাগফিরাত ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’

-(সুরা আহযাব, আয়াত-৩৫)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত