এবারের ঈদুল ফিতরের ভাবনা

আনন্দের ভিন্নমাত্রা দিয়েছে বাড়তি ছুটি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেখ কুতুব আলী

সংবাদপত্র অফিসে এবারের ঈদে টানা ছয় দিন ছুটি। সংবাদকর্মী হিসেবে এমন ছুটি আর কোনো দিন পাইনি। পেশাগত জীবনে তিন দিনের ঈদের ছুটি পেয়ে পরিবার পরিজন নিয়ে হা পিতেস করতে হয়েছে। অথচ এবার কাকতালীয়ভাবে ডবল ছুটি মিলেছে। এবারের ঈদে টানা ছয় দিন ছুটি মিলতে পারে- এমন খবর যখন বিভিন্ন উৎস থেকে আসতে লাগল তখন বিশ্বাসই করতে পারেনি। সহকর্মীদের সঙ্গে বিষয়টি শেয়ার করে তাদের মতামতও নিয়েছি। তারারও অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে লাগলাম সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্তের ওপর। গত শনিবার দুপুরের আগেই যখন নোয়াবের সিদ্ধান্তের কথা জানা গেল তখন সংবাদকর্মীদের মোবাইল ফোনের রিং টোন বেজে উঠতে থাকল। পরস্পরের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে থাকেন অনেকে। আশপাশের লোকজনও সমস্বরে বলতে থাকলেন- এটা এক অবাক কাণ্ড। জীবনের যা পাইনি, কিংবা জীবনে কখনো যা কল্পনাও করতে পারিনি। সেই মহা আনন্দের খবরটি যখন আমার চোখের সামনে জ্বলজ্বল করতে থাকে, তখন ঈদের আনন্দ ভুলে ছুটির আনন্দে মেতে উঠলাম। সংবাদপত্র অফিসে যারা দায়িত্বশীল পর্যায়ে কাজ করেন, তাদের ছুটিছাটা নেই বললেই চলে। তবে ছুটি নিয়ে বাসাবাড়িতে থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অফিসের অনেক দিকনির্দেশনা দেয়া হয়। নিশ্চিন্তে ঘুমানোরও সুযোগও কম। কখন কে ফোন করে কে জানে। তবে এবারের ঈদে টানা ছয় দিন সংবাদপত্রে ছুটি একজন সংবাদকর্মী হিসেবে আর কোনোদিন পাব কি না, সেটা কল্পনাতীত। তবে বাড়তি ছুটিতে জীবনে অন্তত একটি ঈদ পরিপূর্ণ উৎসবের সঙ্গে পালন করার সুযোগ পেলাম। ছয় দিনের ছুটির আনন্দ জীবনে হয়তো একবারই না হয় ভোগ করলাম- এটাই বিশাল আনন্দ। কাকতালীয়ভাবে এবারের ঈদের ছুটির সঙ্গে পহেলা বৈশাখের ছুটি খুবই কাছাকাছি হওয়ায় বিভিন্ন মহলের চেষ্টা-তদবির ও দাবির মুখে নোয়াব ছয় দিনের ছুটির দাবি মেনে নিল। যারা এই ধরনের ছুটি ঘোষণার পেছনে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সংবাদপত্র শিল্পে ছুটিছাটা একদমই কম। বেশ কয়েকটি জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় পত্রিকা বের করা হয়। সে কারণে অবসর হোক কিংবা ছুটিই হোক, কোনোটাই যেভাবে উপভোগ করতে পারে না সংবাদপত্রের কর্মীরা। আফসোস হচ্ছে যারা সংবাদপত্রের অনলাইন, টেলিভিশন চ্যানেল ও পোর্টালগুলোর সঙ্গে সম্পৃক্ত তারা তো আর এবারের ঈদের সময় একটানা ছয় দিন ছুটি পাচ্ছেন না। তাদের প্রতি রহল সহমর্মিতা। সংবাদপত্রে ছয় দিনের ঈদের ছুটিতে অনেকে বাড়ি যাওয়ার জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদপত্র অফিসে এ যেন এক ছুটির ‘বন্যা’। ঈদের বাড়তি আনন্দ। সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত তাদের পরিবার পরিজনও এবারের ঈদে বাড়তি আনন্দ ভোগ করবেন। আত্মীয়স্বজনদের বাসা বাড়িতে যাওয়ার সুযোগ হবে। রোজা ২৯টি হলে আগামী ১০ এপ্রিল এবং ৩০টি হলে ১১ এপ্রিল সারা দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। রোজা ৩০টি ও ঈদুল ফিতর ১১ এপ্রিল ধরে নিয়ে সরকার আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি নির্ধারণ করেছে। এরপর ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল রোববার নববর্ষের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পাশাপাশি এবারই প্রথম সংবাদপত্রে ঈদ এবং নববর্ষ মিলিয়ে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি দিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। কর্মজীবীরা এটাকে ‘সৌভাগ্য’ বলে বিবেচনায় নিয়েছেন।