ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে বৃষ্টি হলেও গরম কমেনি

রাজধানীতে বৃষ্টি হলেও গরম কমেনি

বৈশাখের শুরুর দিনই তাপমাত্রার পারদ উঠে ৪০ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন গত সোমবার দ্বিতীয় দিনে তা আরো বেড়ে ঠেকেছে ৪০ দশমিক ২ ডিগ্রিতে। পটুয়াখালীর খেপুপাড়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই উপজেলায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

শুধু খেপুপাড়া নয়, তীব্র গরমে রাজধানী ঢাকার জনজীবনও অতিষ্ঠ। অসহনীয় গরমে হাঁসফাঁস নগরজীবন। ঢাকায় গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হলেও অনুভূতি যেন আরো বেশি। দাবদাহের কারণে গণপরিবহণের যাত্রী ও পথচারীরা ভীষণ কষ্টে চলাচল করছেন। ফুটপাতের খোলা দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জীবনযাপন হয়ে উঠে দুর্বিষহ। এর মধ্যে গতকাল বিকালের দিকে বৃষ্টি হয় রাজধানীতে। কিন্তু এতে কমেনি গরম।

আবহাওয়াবিদরা বলেন, চলতি এপ্রিল মাসের বাকি সময়জুড়ে দেশে দাবদাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকাসহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তবে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে দেশের সাত বিভাগে দাবদাহ বইছে। আগামী আরো কয়েক দিন তা অব্যাহত থাকতে পারে। প্রচণ্ড গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। গরমে গণপরিবহনে চলাচল করা যাত্রীরাও দুর্ভোগের শিকার হন। ছুটি শেষে অফিস চালু হওয়ায় অনেক রুটে গতকাল যানজট দেখা গেছে। কোনো কোনো রুটে ধীরগতিতে চলতে থাকে গাড়ি। রাস্তায় গণপরিবহন সংকটে কিছু রুটে গাদাগাদি করে দাঁড়িয়ে যেতে হয়। এসব পরিবহনের অনেক বাসে ফ্যানও ঠিকমতো চলেনি। ফলে গরমে গাদাগাদি করেই চলাচল করতে থাকেন যাত্রীরা।

তীব্র গরমে রাজধানীর ছোট ছোট বিভিন্ন মার্কেটের বিক্রেতারাও স্বস্তিতে ছিলেন না। আবার মাঝেমধ্যেই লোডশেডিং হচ্ছে। ওই সময় মার্কেটের ভেতরে বসে থাকা দায় হয়ে পড়ে বলে জানান ব্যবসায়ীরা।

সকাল থেকে প্রচণ্ড রোদ থাকলেও বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ ঢাকার আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়।

এতে রাজধানীর বিভিন্ন এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টিও হয়। তবে এতে গরম কমার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের বাকি সময়জুড়ে দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হয়তো তাপমাত্রা ওঠানামা করতে পারে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত