ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে কাল থেকে শুরু হচ্ছে ন্যাপ এক্সপো

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে কাল থেকে শুরু হচ্ছে ন্যাপ এক্সপো

জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ‘ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো-২০২৪’ শুরু হচ্ছে আগামীকাল। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর এ তথ্য জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলনের (ইউএনএফসিসিসি) তত্ত্বাবধানে স্বল্পোন্নত দেশগুলোর বিশেষজ্ঞ গ্রুপ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাপ এক্সপোতে অংশ নিতে ১০৪টি দেশের ৩৮৩ জন ইউএনএফসিসিসিতে রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি, শিক্ষার্থীসহ ৫৫০ জন অংশ নেবেন। এ বিষয়ে আজ বেলা ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রেসব্রিফং করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত