মতবিনিময় সভায় ইসি রাশেদা সুলতানা

গেজেটের আগ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম করলেই কঠোরভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গেজেটের আগ পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বা নির্বাচন বাতিল করা হবে। গতকাল সকালে সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যদি কোনো প্রার্থী প্রভাবশালী হয়ে প্রভাব বিস্তার করেন এবং অনিয়ম করে নির্বাচনকে বাধাগ্রস্ত কিংবা জোরজবরদস্তি করেন, তাহলে তা মেনে নেয়া হবে না। নির্বাচনের দিন কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, জবরদস্তি করার চেষ্টা করলে এবং নির্বাচনি ইমেজ নষ্ট করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর পরিবেশে নির্বাচন দেখতে চাই। নির্বাচনের পরিবেশ ভালো রাখতে সকলের সহযোগিতা দরকার হবে। ভালো পরিবেশে নির্বাচন করার জন্য নির্বাচন চিন্তাভাবনা করুন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভালোভাবে উৎসবমুখর পরিবেশে ভোটপ্রয়োগ পারেন। জেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সুধীজন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।