ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ

আজ ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নোবেলবিজয়ী এই বাঙালি কবিকে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ স্মরণ করবে তার অগণিত ভক্ত। শুধু দুই বাংলার বাঙালিই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষিরা কবির জন্মবার্ষিকীর দিবসটি পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী, সিরাজগঞ্জের শাহাজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

কবি গুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব কবির ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। এদিকে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার কাচারি বাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ বিকাল ৩টায় রবীন্দ্র কাচারি বাড়ি পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি। অপরদিকে সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা কবিগুরুর কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী জমে উঠছে পঁচিশে বৈশাখ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজন করেছে নানান অনুষ্ঠানমালা। এউপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঢাকার বাইরে কুষ্টিয়ার শিলাইদহে সাজানো হয়েছে মূল অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানমালার বাইরেও এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে বসবে গ্রামীণ মেলা। প্রায় সপ্তাহব্যাপী এ মেলার আয়োজক ও দোকানিদের এখনই শুরু হয়েছে দৌড়-ঝাঁপ। হরেক রকমের পণ্যসামগ্রীর সাথে মেলায় বৈচিত্র্য আনবে লোকজ পসরার। কবি পদধুলির শিলাইদহ কুঠিবাড়ীতে হাজার-হাজার মানুষের ঢল নামবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত