কক্সবাজার সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় ১০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে আটক হলেন দেলোয়ার হোসেন নামের এক যুবক। গতকাল রোববার দুপুর ২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক দেলোয়ার রামু চাকমারকুল দক্ষিণ শাহ অমজির পাড়ার মৃত মকবুল আহমদের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালের সুপার মং টিং ঞো বলেন, কক্সবাজার সদর হাসপাতালে বিভিন্ন পদে জনবল নেওয়া হচ্ছে। এরই মধ্যে পদগুলোতে আবেদন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা। আটক হওয়া দেলোয়ার উপাল শরীফ নামে একজন প্রার্থীর হয়ে ভাইভা দিতে এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করলে তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সে স্বীকার করে, ১০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়ার এজাবত উল্লাহর ছেলে উপাল শরীফের হয়ে সে ভাইভা দিতে এসেছিল। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘যার জন্য সে প্রক্সি দিতে এসেছে, তাকেও আইনের আওতায় আনা হবে।