প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

বাজার মনিটরিং জোরালো করার নির্দেশ

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সারা দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে মনিটরিং জোরালো করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের বাজারে বিভিন পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়ছে। সেটা কেন হচ্ছে তা দেখতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে একটি বিধিমালা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অটোরিকশা নিয়ে একটি ঘটনা ঘটেছে। সেটি বিভিনভাবে পত্রিকায় এসেছে। অটোরিকশা চালকরা নিজেদের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। সেটা প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তিনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন- অটোরিকশা চালকদের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাদের জীবিকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, একটি বিধিমালার মাধ্যমে এটিকে রেগুলেট (নিয়ন্ত্রণ) করতে হবে। সেই রেগুলেশনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দিতে হবে, নির্ধারিত এলাকার বাইরে তারা গাড়ি চালাতে পারবে না- এর মধ্যেই তাদের চালাতে হবে। ‘মহাসড়কে কিংবা বিজি হাব কিংবা সড়কে তারা অটোরিকশা চালাতে পারবেন না, যেতে পারবেন না। কোন কোন সড়কে চালাতে পারবেন, কী গতিতে চালাতে পারবেন, সেটাও প্রধানমন্ত্রী বলে দিয়েছেন।’

কোনো অবস্থাতেই মহাসড়ক কিংবা বড় সড়কে তারা (অটোরিকশা) যেতে পারবেন না, সে বিষয়গুলো নিশ্চিত করে সংশ্লিষ্ট আইন-বিধিমালা যথাযথভাবে সংশোধন কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারপ্রধান সড়ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার নির্দেশনা সড়ক বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন। সম্প্রতি ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিবাদে রাজধানীজুড়ে আন্দোলনে নামেন অটোরিকশা চালকরা।