ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দূরত্ব গোচাতে কাল বসছে ১৪ দলীয় জোটের বৈঠক

দূরত্ব গোচাতে কাল বসছে ১৪ দলীয় জোটের বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দলীয় জোটের নেতারা। আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জোটনেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। গত নির্বাচনে আসন সমঝোতার পর থেকেই ক্ষমতাসীনদের সঙ্গে ১৪ দলীয় জোটের দূরূত্ব¡ সৃষ্টি হয়। প্রকাশ্যেই জোট নিয়ে বিরূপ মন্তব্য করেন শরিক নেতাদের অনেকে। এবার দূরত্ব গোচাতে বৈঠকে বসছেন ১৪ দলীয় জোটের নেতারা।

দ্বাদশের ভোটে শরিকদের ছয়টি আসন দেয় আওয়ামী লীগ। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা এ কে এম রেজাউল করিম জয়ী হয়েছেন। অন্য সবাই হেরে গেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এ বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। এরই মধ্যে জোট নেতাদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। বৈঠকে সর্বশেষ জাতীয় নির্বাচন ছাড়াও রাজনৈতিক, সামাজিকসহ নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি রাজনীতির মাঠে বিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় ১৪ দলীয় জোটের ভূমিকা কী হবে- সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে কর্মকৌশল চূড়ান্ত হতে পারে। বৈঠকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে। আমাকে কল করে দুইজনের কথাই বলা হয়েছে।

২০০৪ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪-দলীয় জোট। ফলে নবম সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা। নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে জোটের প্রতিনিধিত্ব রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত