ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিতীয় দফায় ভোটের হার ৩৭.৬৭ শতাংশ

দ্বিতীয় দফায় ভোটের হার ৩৭.৬৭ শতাংশ

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের হার ৩৭.৬৭ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার বিকালে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ভোরের কাগজকে বলেন, দ্বিতীয় দফায় গত মঙ্গলবার ১৪৬টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। সেখানে ৩৭ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে। তিনি জানান, এখানে অনেকগুলো উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে ১০ শতাংশের মতো ভোট পড়েছে। ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলে। আবার কোনো কোনো উপজেলায় ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। যার ফলে গড়ে ভোটের হার কমে গেছে। ভোট কম পড়ার কারণ হিসেবে তিনি জানান, দেশের একটি রাজনৈতিক দল (বিএনপি) দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে ভোট বর্জন করে চলেছে।

তারা এবারের উপজেলাতেও ভোট বর্জন করে এবং ভোটারদের ভোট দিতে আসতে বাঁধাও দিয়েছে। সে কারণে ভোটের হার আশানুরূপ হয়নি। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৩৬.০১ শতাংশ ভোট পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত