ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

ঈদের পর ফের ৯টা-৫টা চলবে সরকারি অফিস

সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা
ঈদের পর ফের ৯টা-৫টা চলবে সরকারি অফিস

স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় পরিবর্তন হয়েছে। ২০২২ সালে অফিস সময় সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে আজ কেবিনেট আলোচনায় সেটি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। আমাদের দাপ্তরিক প্রয়োজনে কর্মঘণ্টা ব্যালান্স (সামঞ্জস্য) করা দরকার। এজন্য এই পরিবর্তন করা হয়েছে। এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচ্যুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সুরক্ষা ও সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছিল। ২৯টি দেশের সাথে এরকম চুক্তি আছে। এটি নিয়ে আজকে ৩০টি হলো। তিনি আরও বলেন, যারা ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টের অধিকারী হবেন তারা ভিসা ছাড়াই ৩০ দিন পরপর দেশ ভ্রমণ করতে পারবেন।

সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা : মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে বর্তমান অবস্থান থেকে শাহবাগ থানা সরিয়ে নেওয়া হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত দিকে অর্থাৎ সাকুরার পেছনে হতে যাচ্ছে এই থানা কার্যালয়ের অবস্থান। এছাড়া নিরাপদ জেনেটিক্যালি মোডিফায়েড অরগানিজম বা জিএমও পণ্য উদ্ভাবনে ‘জাতীয় জীবনিরাপত্তা নীতি, ২০২৪’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত