ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফের শুরু সংসদ অধিবেশন

ফের শুরু সংসদ অধিবেশন

টানা ছয় দিন বিরতির পর আবারও দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল বিকাল ৪টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এই অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে। গত ৫ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পরের দিন ৬ জুন নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করা হয়। সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা গত ১১ জুন থেকে শুরু হয়। গত ১৩ জুন রাতে বাজেট আলোচনা শেষে ঈদুল আজহা উপলক্ষ্যে ২০ জুন বিকাল ৪টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতুবি করা হয়। মুলতুবি অধিবেশনের মূল কার্যসূচি থাকবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। শুক্রবার বাদে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত