আন্তর্জাতিক পর্যায়ে সকল খেলাধুলায় লড়াই করব

যুব ও ক্রীড়া মন্ত্রী

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী চার বছরের মধ্যে শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাধুলাসহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে লড়াই করব।’ গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এবারের বিশ্বকাপ ক্রিকেটে আমাদের ছোট ছোট ছেলেরা বুক চিতিয়ে লড়াই করছে। আমরা হারতে পারি, একদিন লড়াই করে জিতব।’ এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে জেলার হোসেনপুর উপজেলার এসআরডি শামসুদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজ ফুটবল টিম ও সদর উপজেলার রফিকুল ইসলাম কলেজ ফুটবল টিম।

জেলার ১৩টি উপজেলার মোট ২১টি কলেজের ফুটবল টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ফাইলান খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন ২০২৪ বিকাল ৩:৩০ মিনিটে কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে।