যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল শুক্রবার ব্রিটেনের রাজা চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ব্রিটেনে রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। এর আগে, রাজা কনজারভেটিভ নেতা ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ গুরুত্বপূর্ণ হচ্ছে ৭ লাখ বাংলাদেশি-ব্রিটিশ ডায়াসপোরা সম্প্রদায় দুই দেশের উন্নয়নে যেন কাজ করতে পারে, সেটির বিষয়ে নজর থাকবে দুই সরকারের।