চীন তিস্তা প্রসঙ্গ তুললে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হা?সিনার বেইজিং সফরে চী?নের পক্ষ থেকে তিস্তা বহুমুখী প্রকল্পের প্রসঙ্গ তোলা হলে সে বিষয়ে আলোচনা হ?বে ব?লে জা?নি?য়ে?ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সফর নি?য়ে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ো?জিত সংবাদ স?ম্মেল?নে এক প্রশ্নের জবাবে এ কথা ব?লেন তি?নি। পররাষ্ট্রমন্ত্রী ব?লেন, তিস্তা নদী ভারত ও বাংলাদেশের যৌথ নদী। এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে। একই স?ঙ্গে ভারত একটি টেকনিক্যাল টিম পাঠাবে বলে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে যৌথভাবে সমীক্ষা করে সেখানে কী করা প্রয়োজন, সেটি তারা নির্ধারণ করবেন।

হাছান মাহমুদ ব?লেন, যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সঙ্গে আমাদের যৌথ নদী তাদের এ সংক্রান্ত প্রস্তাব রয়েছে। সুতরাং আমাদের প্রথমে সেই প্রস্তাব বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবে। চায়নাও প্রস্তাব দিয়েছে সেটি ভালো। তিস্তা নিয়ে তারা আলোচনা তুললে আলোচনা হবে।