ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোটা আন্দোলন

আজ প্রতিনিধি সম্মেলনে জানানো হবে কর্মসূচি

আজ প্রতিনিধি সম্মেলনে জানানো হবে কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে প্রতিনিধি সম্মেলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শনিবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ৬৪ জেলায় একযোগে অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনও করবেন তারা। গতকাল শুক্রবার বিকালে শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, গত বৃহস্পতিবার অনেক জায়গায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে যদি আমাদের কোনো সহকর্মীর ওপর হামলা হয়, তাহলে এর ফল ভালো হবে না।’ এ সময় আন্দোলনকারীদের একদফা আমলে নিয়ে সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়িগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য শিক্ষার্থীরা জায়গা করে করে দেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কুবি/চবিতে/শেকৃবি হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘পুলিশ/হামলা/মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি সেস্লাগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা অবস্থা শেষে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা শাহবাগ মোড় ছেড়ে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত