ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন বঙ্গবন্ধু

ভিসি সাদেকা হালিম
ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন বঙ্গবন্ধু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বঙ্গবন্ধু সমাজতন্ত্রের অন্যতম উপাদান ন্যায্যতায় বিশ্বাস করতেন। সেই প্রেক্ষিতেই কোটা চালু করেন। তিনি ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন। কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও স্কোলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আমরা দেখছি রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আদালত একটি সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষার্থীরা কোটা বাতিল চায় নাকি সংস্কার এটা পরিষ্কার নয়। ২০১৮ সালে কোটা বন্ধ হয়ে গেল। তারপর নারী শিক্ষার্থীরা পিছিয়ে গেল। যখন কোটা ছিল, তখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল। কিন্তু এখন ২৭টি জেলায় নারীরা সুবিধাবঞ্চিত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সবুর খান বলেন, প্রায় দুইযুগ ধরে আমরা গৌরবের সাথে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছি। মেধাবীদের জন্য আমরা স্কলার্সশিপ দিছি নিয়মি। স্কলারশিপে প্রতি বছর ২ লাখ ৫১ হাজার ১০০ টাকা দিচ্ছি। অরিয়েন্টেশন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের নবীন শিক্ষার্থী মাইমুনা বিনতে মাহবুব, মানারাত ইউনিভার্সিটির অনেক সুনাম শুনেছি। আজ আমিও সেই বিশ্ববিদ্যালয়ের অংশ। এসময় নবীন শিক্ষার্থী সুমাইয়া কামাল ইশা, জুরাইয়া হকসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত