আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নেবে বিচার বিভাগীয় কমিশন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন। গতকাল শনিবার সুপ্রিমকোর্ট মিলনায়তনের মেডিয়েশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিন বিচারপতির তদন্ত কমিশন। সংবাদ সম্মেলনে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বলেন, আমরা আমাদের তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আমাদের তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সব হত্যা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করব। এ তদন্তে প্রাপ্ত সব তথ্যউপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটা নিরূপণ করব। তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য রোববার তদন্ত কমিশন রংপুর যাবে। এ সময়ে আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করব এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করব। এর আগে গত ১ আগস্ট কমিশনে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করা হয়েছে। এছাড়া হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে সদস্য করা হয়েছে।