উপদেষ্টাদের প্রথম কার্যদিবস

স্থানীয় সরকারের কাজে কেন এত মামলা তা নিয়ে কাজ করবো

স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তাই এ সরকারের পুরো কাজই চ্যালেঞ্জের। গতকাল রোববার প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিনের হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত হবে। হাসান আরিফ জানান, নিজে একজন আইনজ্ঞ হওয়ার কারণে কোনো মন্ত্রণালয়ের কাজই তার কাছে বিশেষ ভিন্নতা কিছু নয়। তবে কেন স্থানীয় সরকারের কাজে এত বেশি মামলা সংঘটিত হয়, তা নিয়ে কাজ করবেন তিনি। স্থানীয় সরকারে কাজগুলোকে চ্যালেঞ্জ মনে না করলেও এর সঙ্গে দুর্নীতি হওয়ার প্রবণতা বেশি। সেখানে মনোযোগ দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন হাসান আরিফ।