ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ড. ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি হয়। ওই বৈঠকে সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে যারা পিএসসি থেকে বিসিএসের সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে তাদের বিষয়ে প্রতিকার আসবে। এছাড়াও সব মন্ত্রণালয় ও বিভাগ প্রধান উপদেষ্টার সঙ্গে আছে। সরাসরি আমরা কীভাবে নথি উপস্থাপন করব, কীভাবে নির্দেশনাগুলো গ্রহণ করব, মূলত এসব বিষয়ে আলোচনা হয়েছে।

প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ইস্যুর বিষয়ে মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫-১৬ বছরে যেসব বিসিএস ব্যাচে যারা পদোন্নতিবঞ্চিত হয়েছেন, তাদের বিষয়গুলো সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। এরইমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা এ বিষয়গুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাবো। যারা পিএসসি থেকে বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি, মঙ্গল বা বুধবারের মধ্যে এ বিষয়ে একটা প্রতিকার আসবে। বৈঠকের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, ‘স্বচ্ছ জবাবদিহিতামূলক পরিবেশ যাতে থাকে, দেশের তরুণ সমাজ যে বিষয়গুলো সমনে নিয়ে এসেছে- বিশেষ করে স্বচ্ছতা এবং সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টি করা। আর কাজগুলো যেন যত্নসহকারে করা হয় এ বিষয়গুলোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে যেসব দপ্তর আছে- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত