ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কূটনৈতিকদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়।

গতকাল বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন। প্রায় ঘণ্টাখানেক চলে এ বৈঠক।

পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা জানান, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনার জন্য এসেছিলেন তিনি।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রণয় কুমার ভার্মা বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত