ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৭১ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩৩ জন। তাদের মধ্যে ৫৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। অন্যরা ঢাকা মহানগরের বাইরে অবস্থান করছেন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৬১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৪৯৯ জন। ৩৬২ জন অন্যান্য বিভাগে রয়েছেন। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হন ৮ হাজার ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।