আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে

বললেন মঈন খান

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, যে আওয়ামী লীগ স্বাধীনতার ধারক বলে দাবি করে, সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়কতন্ত্র কায়েম করে বছরের পর বছর বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করেছে। অন্যদিকে বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশে জালেমের সরকার কায়েম করেছে। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। গতকাল শনিবার সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদ ভুঁইয়ার কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যে আদর্শের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, এখানে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র কায়েম করেছে তাদের পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেই করবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র-জনতা বাংলাদেশের তথাকথিত কলুসিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এর পর মঈন খান তাহমিদ এর গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুরস্ত পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাউহিদের বাবার হাতে নগত অর্থ তুলে দেন।

এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুদলের সভাপতি নিছার আহমেদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।