খালেদা জিয়াকে নিয়ে সিনেমা তৈরি না করতে আইনি নোটিশ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘আপসহীন’ সিনেমা তৈরি থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। চিত্রনায়ক হেলাল খান, সফর রাজ আনোয়ার এবং বাংলাদেশ ফ্লিম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে (বিএফডিএ) এ নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠিয়েছেন। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা একটি মুভি তৈরি করছেন। মুভিটির নাম ‘আপসহীন’। বেগম খালেদা জিয়ার জীবনের ওপর এই মুভিটি তৈরি করা হচ্ছে। এই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অথচ খালেদা জিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের মুভি করার সম্মতি দেয়া হয়নি। আমরা মনে করছি, তারা একটি অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে মুভি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাই আমি আইনজীবী হিসেবে হেলাল খান, সফর রাজ আনোয়ার এবং বাংলাদেশ ফ্লিম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে (বিএফডিএ) নোটিশ পাঠিয়েছি। নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে হেলাল খান ও সফর রাজ আনোয়ারকে এই প্রক্রিয়া থেকে বিরত থাকাতে বলা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।