ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারেরমতো জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রোববার স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে লালসবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপর এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মতো পাকিন্তানকে হারালো। পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবিলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত