আমার ভাইদের উপর গুলি কেন চললো

বললেন সারজিস আলম

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আনসারদের আন্দোলনের সময় পুলিশ সদস্যরা সচিবালয়ে থাকলেও তারা কিছুই করেননি। এর মধ্যে আনসারদের পক্ষ থেকে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, পুলিশ কবে পুরোপুরি মাঠে নামবে? সচিবালয়ে নিরাপত্তার অবস্থা কেন এমন? ছাত্রদের কেন আক্রমণ করা হলো? আনসারদের হাতে গুলি এসেছে কীভাবে? গুলি চালানোর নির্দেশ কে দিয়েছে? গতকাল সোমবার দুপুরে সারজিস তার ফেসবুক পোস্টে এসব প্রশ্ন তুলেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন রাষ্ট্র গঠনের জন্য কয়েক মাস ধৈর্য ধরুন। একটি সিস্টেম পরিবর্তন হতে কিছু সময় লাগবে। ব্যক্তিগতভাবে পরিবর্তিত হোন, পরামর্শ দিন, ধৈর্য ধরুন এবং তারপর প্রশ্ন করুন। আমরা অবশ্যই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।’ সারজিস আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সম্প্রতি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে নানা অনিয়ম ও দুর্নীতি দেখেছেন। বন্যাকবলিতদের সহায়তা দিতে অনেকে ট্রাক নিয়ে ঢাবি ক্যাম্পাসে আসছেন; কিন্তু ঢুকতে পারছেন না। এ বিষয় দুটি নিয়ে তিনি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং পুলিশ কেন এখনো পুরোপুরি মাঠে আসছে না তা জানতে চান।