ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয়েছে আজ শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ড. ইউনূস। গতকাল শুক্রবার উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম বলছে, প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকেই মতবিনিময়ে চাইছেন। মতবিনিময়ে আগ্রহীরা সবাই আসবে। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বর্তমানে দেশে ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর বাইরে জামায়াতে ইসলামীসহ অনেক দল ও মোর্চা নিবন্ধনের বাইরে থেকেই রাজনীতিতে সক্রিয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ অগাস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি তোলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আশাবাদী বিএনপিপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আশাবাদী বিএনপি। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণের পর তাতে ‘হতাশা’ প্রকাশ করে ফখরুল বলেছিলেন, তাদের প্রত্যাশা ছিল মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করবেন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের মধ্যে অত্যন্ত ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তারা আশাবাদী বলেও সাংবাদিকদের জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স একটি গণমাধ্যমকে বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। তাদের কথাগুলো প্রধান উপদেষ্টাকে বলবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত