কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এ সময় বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ সময় সাধারণত বন্যা হয় না। আমাদের পাশের দেশ কোনো সতর্ক করেনি। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে। আগে থেকে সতর্ক করলে আমাদের ক্ষতি কম হতো। আমরা আশা করি, ভবিষ্যতে এমন হবে না। গতকাল শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন। বন্যার্তদের পুনর্বাসন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন এ সময় বলেন, ‘একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, কাকে ঠিকাদারির দায়িত্ব দেবো। সে বিষয়টি নেই, তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।’ এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসউদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ পরিদর্শন করেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা।