বন্যাদুর্গত এলাকায় সশস্ত্র বাহিনীর সেবা চলমান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিতক ডেস্ক

সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যাদুর্গত এলাকায় সব ধরনের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে। বন্যাপরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসাসেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২,৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্ব্যসেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে শনিবার সর্বমোট ৫,১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় (৩০ আগস্ট ২০২৪) সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১,৯৫৩ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ১,১৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। উল্লেখ্য, এ পর্যন্ত (৩০ আগস্ট ২০২৪) সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২,৮১৬ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, প্রায় ২,৩৬,২৩৮ প্যাকেট খাদ্যসামগ্রী ও প্রায় ২০,৪১০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ এবং ২৩,৫৭০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।