ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিউইয়র্ক সফরে যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন ড. ইউনূস

নিউইয়র্ক সফরে যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের বিদেশ সফর মানেই সঙ্গে লম্বা বহর। নানা শ্রেণি-পেশার মানুষদের সমন্বয়ে সেই বহর নিয়ে কখনো কখনো রিজার্ভ বিমানও গেছে বিদেশে। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এক্ষেত্রে স্থাপন করতে যাচ্ছেন বিরল এক দৃষ্টান্ত। কৃচ্ছ্বতা সাধনের অংশ হিসেবে মাত্র সাতজনের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২২-২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক সফর করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে তার সঙ্গে থাকবে সাত সদস্যের প্রতিনিধি দল।

সাত সদস্যের প্রতিনিধি দলে থাকবেন ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্র্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। প্রসঙ্গত, গত ১৫ বছর সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে আসছেন শেখ হাসিনা। প্রতিবারই এই সফরে তিনি লম্বা বহর নিয়ে যেতেন। তাতে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি স্থান পেতেন নানা শ্রেণি-পেশার মানুষ। কখনো কখনো সেই বহরে কয়েকশ লোকও যুক্ত হতেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত