কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ মাইক্রোবাসের চার যাত্রী নিহত

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও শিশুসহ চারজন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় সকাল সাড়ে ছয়টায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে মাইক্রোবাসের চালক গতি কমিয়ে দেন। তখন পেছনে থেকে দ্রুত গতিতে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরে হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন- ফেনী সদরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার মৃত মোস্তফার ছেলে মো. মামুন (৫০), তার ৫ মাস বয়সী শিশু ছেলে সাইফান, নরসিংদী জেলার শিবপুর থানার বাহেরদিয়া গ্রামের নুর মিয়ার স্ত্রী ও মামুনের শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), এবং ফেনীর মাস্টারপাড়া এলাকার মৃত হাসান হাজারীর ছেলে ও মাইক্রোবাসের চালক আলাউদ্দিন হাজারী (৩৫)। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তবে ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে।