ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন পররাষ্ট্র দপ্তর

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তারা কাজ করতে প্রস্তুত ও আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে- এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী।’ বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে চীনের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ নিয়ে শুধু শুধু অনুমান করতে যাচ্ছি না।’ ভারতীয় কিছু সংবাদমাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ এনেছে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য কী, জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি সেসব প্রতিবেদন দেখিনি। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সেগুলো (প্রতিবেদনগুলো) সত্য নয়। আর সম্ভবত সে কারণেই আমি সেসব (প্রতিবেদন) দেখিনি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত