নির্বাচনব্যবস্থা
ড. বদিউল আলম মজুমদার
একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বদিউল আলম ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্ল্যারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে স্নাতকোত্তর এবং কেস ওয়েসটার্ন রিভার্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন : বদিউল আলম ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭০ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গমন করার পর, উচ্চ শিক্ষা শেষ করে ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিয়াটোল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এ ছাড়া ১৯৮০ সালে কিছুকাল তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় পরামর্শক হিসেবেও কাজ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালের মাঝামাঝিতে দি হাঙ্গার প্রজেক্টের সঙ্গে যুক্ত হন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বোর্ড অব গভর্নরস-এর একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দুর্নীতি দমন কমিশন
ড. ইফতেখারুজ্জামান
ইফতেখারুজ্জামান ১৯৬৮ সালে মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে তার উচ্চ বিদ্যালয় শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি অর্থনীতিতে স্নাতক অধ্যয়ন সম্পন্ন করেন রকলা ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স থেকে। তিনি এসজিএইচ ওয়ারশ স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৮৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে তার পোস্ট ডক গবেষণা করেছেন। ইফতেখারুজ্জামান ১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের একজন গবেষক এবং গবেষণা পরিচালক ছিলেন। ১৯৯১ থেকে ২০০৪ সাল পর্যন্ত, ইফতেখারুজ্জামান বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছিলেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ত্যাগ করার পর তিনি ২০০৪ সালের সেপ্টেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালের অক্টোবরে, ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিপোর্টের পক্ষে বেসরকারি সংস্থায় দুর্নীতির বিষয়ে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের দ্বারা আক্রমণের পর তা রক্ষা করেন। ইফতেখারুজ্জামান ২০০৮, ২০১২ এবং ২০১৫ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে নির্বাচিত হন। জানুয়ারি ২০০৮ সালে, তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এবং বিবিসি বাংলা সার্ভিস দ্বারা আয়োজিত বিবিসি বাংলাদেশ সংলাপের একটি সম্মেলনে প্যানেলিস্ট ছিলেন। ইফতেখারুজ্জামান ২০১২ সালে পদ্মা সেতু দুর্নীতি কেলেঙ্কারির কারণে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের ঋণ বাতিলকে সরকারের জন্য একটি ‘অ্যাসিড পরীক্ষা’ বলে অভিহিত করেন। ২০১৪ সালে, তিনি সতর্ক করেছিলেন যে বাংলাদেশ একটি ক্লেপ্টোক্রেসিতে পরিণত হওয়ার পথে।
২০১৫ সালের মে মাসে, ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংক কর্তৃক গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ফর সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি অ্যাওয়ার্ডে ভূষিত হন। ২০১৯ সালে, তিনি ভিআইপিদের দ্বারা ক্ষমতার অপব্যবহারের কারণে নীতি সংস্কারের আহ্বান জানিয়েছিলেন। তিনি ২০১৯ সালে নুসরাত জাহান রাফি হত্যাকে সরকারের জন্য একটি ‘অ্যাসিড পরীক্ষা’ বলে অভিহিত করেছিলেন। ইফতেখারুজ্জামান বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের একজন ট্রাস্টি। তিনি আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য। তিনি এসডিজিএস এর জন্য নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একজন সদস্য। তিনি ভারত ও পাকিস্তানে পারমাণবিক অপ্রসারণ : দক্ষিণ এশীয়, দৃষ্টিকোণ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, অভ্যন্তরীণ মাত্রার প্রাধান্য লিখেছেন। বড় আকারের অর্থ পাচার রোধে ব্যর্থতার জন্য তিনি সরকারের সমালোচনা করেছেন। ২০২০ সালে, তিনি বাজেটের এমন একটি বিধানের সমালোচনা করেছিলেন যা কালো টাকা (করবিহীন) বৈধ করার অনুমতি দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইফতেখারুজ্জামানের মতে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন সংস্থা হিসেবে নয়, আওয়ামী লীগের প্রভাবে কাজ করছে। তিনি বাংলাদেশে কোভিড-১৯ মহামারী চলাকালীন কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে আরো স্বচ্ছতার আহ্বান জানিয়েছেন।
সংবিধান
শাহদীন মালিক
একজন বাংলাদেশি আইনজীবী, বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং আইনকর্মী। মালিকের বাবা আব্দুল মালিক চৌধুরী বন বিভাগের প্রধান সংরক্ষক কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৭৯ সালে রাশিয়ার প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ল’ স্কুলে আইনবিষয়ে আরেকটি স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল থেকে পিএইচডি সম্পন্ন করেন। এবং ১৯৯৪ সালে আফ্রিকান স্টাডিজ। মালিক ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
মালিক ১৯৯০ সালে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে যোগদান করেন। তিনি ১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ায় জনস্বার্থ মামলা-রাইটস ইন সার্চ অফ রেমেডিস লিখেছিলেন। মালিক ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টে তার অনুশীলন শুরু করেন। মালিক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং অনুষদ। ২০০৮ সালে, মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত, মালিক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সম্মানসূচক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করেন, যেটি ১০ জুলাই ২০১১-এ প্রশংসা করার পর ১৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে। ২০১৩ সালে, তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন। মালিক সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি অ্যাকশনএইড বাংলাদেশের গভর্নিং বডি এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের সদস্য। তিনি পূবালী ব্যাংক লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে, মালিক বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশনারের জন্য বিবেচনা থেকে তার নাম প্রত্যাহার করে নেন। তিনি জেনেভায় সরকারের মানবাধিকার রেকর্ড রক্ষায় আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে বিব্রতকর বলে বর্ণনা করেন।
জনপ্রশাসন
আব্দুল মুয়ীদ চৌধুরী
আব্দুল মুয়ীদ চৌধুরী বাংলাদেশি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা যিনি ২০০১ সালে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুল মুয়ীদ ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন এবং ১৯৬৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত নয় মাস তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট বৃত্তির অধীনে লোকশাসন বিষয়ে শিক্ষালাভ করেন।
আব্দুল মুয়ীদ ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (বর্তমান বাংলাদেশ সিভিল সার্ভিস) যোগদান করেন। তিনি ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বৃহত্তর ফরিদপুর জেলা ও ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বৃহত্তর ঢাকা জেলার ডেপুটি কমিশনার এবং ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কমিশনার ছিলেন। ১৯৮৯ সালে তিনি মুয়ীদ কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। ২০০১ সালের ১৬ জুলাই তিনি লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ অক্টোবর পর্যন্ত মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের খাদ্যমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
বিচার বিভাগ
শাহ আবু নাঈম মমিনুর রহমান
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। দুবার পদোন্নতিতে পাশ করার পর তিনি সুপ্রিমকোর্ট থেকে পদত্যাগ করেন। ১৯৬৫ এবং ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্নাতক পড়াশোনা শেষ করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭২ সালে রহমান ঢাকা জেলা জজ আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৭৪ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।
১৯৮০ সালে, রহমান বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯৬ সালে বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
২০০৭ সালের অক্টোবরে, রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আদেশ জারি করেন । ২০২২ নভেম্বর ২০০৭-এ, রহমান এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ বিবরণী চাওয়াকে অবৈধ ঘোষণা করেন।
২৭ জানুয়ারি ২০০৮, রহমান এবং বিচারপতি শহীদুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারকে কেন স্থগিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে একটি আদেশ জারি করেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তিনি এবং বিচারপতি শহিদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর করা মামলার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেন। ১৭ মার্চ ২০০৮ এ, প্রধান বিচারপতি তাকে বিচারিক ক্ষমতা কেড়ে নেন। ২০০৯ সালে, রহমানকে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারক করা হয়।
২০১০ সালে, বিচারপতি এবিএম খায়রুল হককে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছিল যদিও রহমান আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক এবং প্রধান বিচারপতি হওয়ার লাইনে ছিলেন। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকদের মধ্যে সবচেয়ে সিনিয়র বিচারপতি এবং ২০১১ সালে বাংলাদেশের ২০তম প্রধান বিচারপতি হওয়ার সারিতে ছিলেন।
পুলিশ বিভাগ
সরফরাজ চৌধুরী
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয় সরফরাজ চৌধুরীকে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান।
পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করছেন। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন করা হবে, তার একটি ধারণাও দেয়া হবে।