ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকিং খাতে সংস্কার : দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে

ব্যাংকিং খাতে সংস্কার : দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং খাতটি দ্রুত পুনরুদ্ধারের পথে রয়েছে। গ্রাহকদের আস্থা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা উচিত। সম্প্রতি গ্রাহকদের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি এ তথ্য দেন। বার্তায় গভর্নর উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং গ্রাহকদের আস্থা রাখতে হবে। এদিকে, ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক গত ১১ সেপ্টেম্বর ৬ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্স ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা, মন্দ সম্পদের অবস্থা, ঋণের প্রকৃত চিত্র, তারল্য পরিস্থিতি এবং মূলধন পরিস্থিতি পর্যালোচনা করবে। এছাড়াও, টাস্কফোর্স ব্যাংকের সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন নীতিগত প্রস্তাবনা তৈরি করবে। টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংক কোম্পানি আইনসহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ব্যাংক অধিগ্রহণের নীতিমালা তৈরি এবং ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত