দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছে
বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর সারাদেশে ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবার সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে।
গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।
প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, ওসি ইয়াছিন মুন্সী, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী, প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার বিডিবি কমান্ডার জহির, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।