ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম

রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং বৃহস্পতিবারের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়। গতকাল সরেজমিন দেখা গেছে, রাষ্ট্রপতির অপসারণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের হয়ে বঙ্গভবনের দিকে যাত্রা করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড় এলাকায় মিছিল পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। সেই বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যান তারা। পরে পুলিশি বাধায় উপায় না পেয়ে বঙ্গভবনের সামনে রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। বিক্ষোভকারীরা কয়েকটি ব্যানারে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে আলাদা আলাদাভাবে বিক্ষোভ করছেন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্ররা, রক্তিম জুলাই ’২৪-এর ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা, ৩৬ জুলাই পরিষদ ব্যানারে একদল মানুষ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ব্যানারে একদল মানুষ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চের ব্যানারে কিছু মানুষ বিক্ষোভ করেন। সব মিলিয়ে শতাধিক মানুষ সেখানে বিক্ষোভ করেন। তারা স্লোগান দেন, ‘এক দফা এক দাবি, চুপ্পু তুই কবে যাবি’। তাদের ভাষ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন। এখন তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। রাষ্ট্রপতি অপসারণসহ নতুন করে ৫ দফা দাবি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। তবে সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, ‘বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’ এরপর নতুন করে বিক্ষুব্ধ হয়ে ওঠে সরকার পতনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত