ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনী সতর্ক

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনী সতর্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। তারা বিভিন্ন ব্যানারে গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর মতিঝিল থেকে গুলিস্তান যেতে রাজউক ভবন পেরিয়ে বঙ্গভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। বিকাল সাড়ে পাঁচটার দিকে বঙ্গভবনের সামনের সড়কের পাশের রাস্তা বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা কয়েকটি ব্যানারে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে আলাদা আলাদাভাবে বিক্ষোভ করেন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্ররা, রক্তিম জুলাই ’২৪-এর ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা, ৩৬ জুলাই পরিষদ ব্যানারে একদল মানুষ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ব্যানারে একদল মানুষ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চের ব্যানারে কিছু মানুষ বিক্ষোভ করেন। সব মিলিয়ে শতাধিক মানুষ সেখানে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য আমরা সতর্ক রয়েছি। দুই-তিনটা ব্যানার নিয়ে কিছু মানুষ বিক্ষোভ করছেন। তাদের বাধা দেয়া হয়নি। তবে আমরা সতর্ক রয়েছি যেন কিছু না ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত