ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নতুন ৫ দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নতুন ৫ দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনকে পদত্যাগসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাঁচ দফার মধ্যে রয়েছে- অনতিবিলম্বে ৭২ এর সংবিধান বাতিল করতে হবে। সেই জায়গায় ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে, এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনকে পদচ্যুত করতে হবে, জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে ২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে তারা যেন ২৪-পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে এবং নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে। সমাবেশে সুপ্রিমকোর্টের আইনজীবী ও স্মারকের অন্যতম সংগঠক মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। সেই আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বহু আগেই। তিনি বলেন, এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। দেশে বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং অবশ্যই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। মনিরুজ্জামান বলেন, অবিলম্বে আমাদের সংবিধান সংস্কার করতে হবে, যে সংবিধানের দোহাই দিয়ে এত দিন স্বৈরতন্ত্র চলেছে। স্বার্বভৌমত্ব রক্ষা কমিটির সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী শাহ নেওয়াজ শুভ বলেন, আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার কোনো সুযোগ রাখতে দিতে পারি না। আমরা তাদের (আওয়ামী লীগ) কোনো স্পেস (জায়গা) দিতে রাজি নই। একই সঙ্গে তাদের স্পেস দিতে চাওয়া রাষ্ট্রপতির অপসারণ আমরা চাই। বঙ্গভবন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বের বিষয়ে থাকা ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ডিএমপি থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা সহযোগিতা করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত