‘ভোলায় আরো ১৯টি গ্যাস কূপ খনন করা হবে’

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলার প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভোলায় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে আরো ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করা হবে। তবে নির্দিষ্ট কোম্পানিকে নয়, উন্মুক্ত প্রতিযোগিতার যারা যোগ্য তাদেরকেই (দায়িত্ব) দেয়া হবে।

গতকাল শুক্রবার দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে ইলিশা-১ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, বর্তমানের বাণিজ্যিক গ্যাস সংযোগ চালু রয়েছে। যার প্রয়োজন সে নিতে পারবেন। তবে আবাসিক গ্যাস সারাদেশেই বন্ধ রয়েছে। দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। চাহিদার তুলনায় গ্যাস কম হওয়ায় বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয়। ভোলায় যদি গ্যাসের ওপর নির্ভর করে শিল্পাঞ্চল করা যায়, তাহলে ভোলাবাসীরা উপকৃত হবেন। অনেকে চাকরি করতে পারবেন বলেও জানান ফাওজুল কবির খান।