ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুষ্কৃতকারীরা বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে

মেজর (অব.) হাফিজ
দুষ্কৃতকারীরা বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর নানা ধরনের দখল থেকে মুক্ত হয়ে তিনি আমাদের রাজনৈতিক প্রধান হয়েছেন। তাই আজকের দিনটি বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর এক দক্ষ অফিসার; ?যিনি বাহিনীতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি আরো বলেন, কোনো ধরনের দখলবাজি এবং চাঁদাবাজিতে বিএনপির লোকজন জড়াবেন না। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আপনারা তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। গতকাল বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় ও লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহরাত হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান প্রমুখ।

এর আগে লালমোহন করিম রোডের প্রধান কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত