প্রথমবার সচিবালয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো গতকাল বুধবার সচিবালয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। এর আগে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর সরকারের নিয়মিত বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল।

প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আগমনের কারণে সচিবালয়ের অন্যান্য ভবন এবং ভেতরের রাস্তা ঝাড়-মোছ হয়। এ ছাড়া গতকাল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ কর্মকর্তারা যেসব পাস দিয়ে দর্শনার্থী প্রবেশ করাতে পারেন, তা বন্ধ ছিল। তবে প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস আবারো চালু করা হয়েছিল।

সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, গতকাল বৈঠকটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, কক্ষটি মূলত মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তুত করা হয়েছিল, তবে দীর্ঘদিন ধরে এখানে মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি। সাধারণত সচিব পর্যায়ের বৈঠক বছরে দু-একবার এখানে অনুষ্ঠিত হয়েছিল। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কক্ষটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়।