দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে
ড. মঈন খান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। গতকাল রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মহিদুর রহমান দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানান মঈন খান। তিনি বলেন, একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকেই বিদেশ চলে গিয়েছিল। তাদের দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেছেন মঈন খান।
এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক এনামুল হক মোল্লা, সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।