বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি মাজারগেট, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিমকোর্টে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এর আগে, বিকালে চট্টগ্রামে আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আইনজীবীরা। এই হামলার ঘটনায় আহত আরো ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।