ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে বিএনপি নেতারা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে তারা ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে যান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটি এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
এছাড়া বিএনপির আন্তর্জাতিক সহ-সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী এবং ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।