ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে বিএনপি নেতারা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে তারা ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে যান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

এছাড়া বিএনপির আন্তর্জাতিক সহ-সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী এবং ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত