ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী মরক্কো

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী মরক্কো

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী মরক্কো। এইকসঙ্গে দেশটি জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করার পাশাপাশি আরো জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। উভয়পক্ষ দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত